প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৩৯
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হিসেবে খ্যাত দৌলতদিয়া ফেরিঘাটে সোমবার (১৮ আগস্ট) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএ) এর উচ্চ পদস্থ কর্মকর্তারা ভাঙন কবলিত স্থানগুলো পরিদর্শন করেন। তারা ঘাটের অবস্থা পর্যালোচনা করে জরুরি ভিত্তিতে রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান, বিআইডব্লিউটিএর মেম্বার ইঞ্জিনিয়ার এ কে এ এম ফজলুল হক, চীফ ইঞ্জিনিয়ার মহিদুল ইসলাম, আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নেপাল চন্দ্র দেবনাথ প্রমুখ। কর্মকর্তারা ফেরিঘাটের ভাঙনযুক্ত এলাকা ঘাটের সব দিক পরিদর্শন করেন এবং যানবাহন পারাপারে যাতে কোনো বাধা না সৃষ্টি হয় সে বিষয়ে নির্দেশ প্রদান করেন।
তারা ঘাট রক্ষার জন্য যেখানে জরুরি ভিত্তিতে বালুভর্তি জিও ব্যাগ প্রয়োজন, সেখানে ব্যবস্থা গ্রহণের কথা জানান। এছাড়া পরিদর্শনের সময় ঘাটের বিভিন্ন সমস্যা ও দুর্বলতা চিহ্নিত করা হয় এবং তা সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়।
বিআইডব্লিউটিএ কর্মকর্তারা বলেন, ঘাটের ভাঙন রোধে চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা হবে। তারা পুনর্বাসন ও রক্ষণাবেক্ষণের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেন।
পরিদর্শনে স্থানীয়রা উপস্থিত থেকে ঘাটের নিরাপত্তা, যানবাহন পারাপার সুবিধা এবং নদীর অবকাঠামোর উন্নয়ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তারা আশা করেন, পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাটের যাতায়াত আরও সুষ্ঠু ও নিরাপদ হবে।
ঘাটের ভাঙন রোধ এবং যানবাহন চলাচলে বিঘ্ন এড়াতে সকল দপ্তরের সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন কর্মকর্তারা। তারা পুনরায় পরিদর্শনের মাধ্যমে কর্মসূচির অগ্রগতি যাচাই করবেন বলে জানান।
পরিদর্শন শেষে কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন এবং ঘাটের অবস্থা উন্নয়নের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন। এতে ঘাটের কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনার সুযোগ তৈরি হবে।
শেষে কর্মকর্তারা ঘাটের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন।
এই উদ্যোগের ফলে দৌলতদিয়া ফেরিঘাটের ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং যাত্রী ও যানবাহনের নিরাপদ পারাপার নিশ্চিত হবে।