প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ১৯:২৫
খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্লকে হত্যাচেষ্টা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানির অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগ সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ সাত জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় আরও অজ্ঞাত ১২০ জনকে আসামি করা হয়েছে।