প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ২০:৬
বরিশালের মুলাদীতে পারিবারিক দ্বন্দ্বের জেরে এক ভাইকে দুই ভাই মিলে নির্মমভাবে নির্যাতন করে তার চোখ উৎপাটন করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের সাহেবেরচর গ্রামের ব্যাপারী বাড়িতে। এলাকায় খবর ছড়িয়ে পড়ে শনিবার রাতে এবং এর পরই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
আহত রিপন ব্যাপারীকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি ঢাকার জাতীয় চক্ষু ইন্সটিটিউটে চিকিৎসাধীন। অভিযুক্তরা হলেন তার মেজ ভাই রোকন ব্যাপারী ও ছোট ভাই স্বপন ব্যাপারী।
ফেসবুকে ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, দুই-তিনজন মিলে রিপনকে মাটিতে চেপে ধরে আঙুল দিয়ে তার চোখ উৎপাটন করছে। এই ভিডিও এলাকাজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রিপন দীর্ঘদিন ঢাকায় বসবাস করতেন এবং চুরি, ছিনতাই ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ ও স্বর্ণ সংগ্রহ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি দাবি করেন, ৩৫ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণ পরিবারের কাছে গচ্ছিত রেখেছিলেন এবং তা ফেরত চাওয়ায় বিরোধ শুরু হয়।
গত শুক্রবার বিকেলে ঢাকা থেকে বাড়ি আসা রিপন ফের টাকা চাইলে বাগবিতণ্ডা শুরু হয়। রাতের দিকে বাবা আশেদ ব্যাপারী ক্ষিপ্ত হয়ে ছেলেদের রিপনকে শাস্তি দেওয়ার নির্দেশ দেন। পরে মেজ ও ছোট ভাই মিলে নির্মমভাবে চোখ উপড়ে ফেলে।
চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে রিপনকে উদ্ধার করেন। তিনি সাংবাদিকদের জানান, বাবাকে তিনি বিপুল অর্থ ও স্বর্ণালংকার দিয়েছিলেন। সেই সম্পদ ফেরত না দেওয়ায় এই অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন এবং তিনি সুষ্ঠু বিচারের দাবি জানান।
অপরদিকে অভিযুক্ত ভাইয়েরা অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, কারা চোখ উৎপাটন করেছে তা তারা জানেন না। পুলিশ বলছে, অভিযুক্তরা পালিয়ে গেছে এবং এখনো কোনো মামলা হয়নি। তবে তদন্ত চলছে।
পুলিশ সুপার শরীফুল ইসলাম জানিয়েছেন, পারিবারিক দ্বন্দ্ব থেকেই এই ভয়াবহ ঘটনা ঘটেছে এবং অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।