অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বুধবার (২৭ আগস্ট) বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান। তিনি এই মন্তব্য করেন তার নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে।
ব্রিফিংয়ে তিনি জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানির অনুমতি দিয়েছে। এই প্রেক্ষাপটে অ্যাটর্নি জেনারেল বলেন, “সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করলেও আমরা আদালতে বলেছি যে, এখন আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরতে চাই। দেশের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এলে আর কোনো মায়ের বুক খালি হবে না, কোনো সন্তান তার মা-বাবাকে হারাবে না।”
তিনি আরও উল্লেখ করেন, “আগের সরকার বলতো কখনো অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতে পারবে না। কিন্তু আওয়ামী লীগ সরকার নিজেই অনির্বাচিত ছিল। আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে ছিলাম। এখন আবার শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাচ্ছেন।”
অ্যাটর্নি জেনারেল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দেশের গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করবে। তিনি আশা প্রকাশ করেন, আদালতের শুনানি ও সিদ্ধান্তের মাধ্যমে পুনরায় এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে।