প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:৫২
দিনাজপুরের হাকিমপুর হিলি পৌরসভা এলাকায় নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির স্বল্পমূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাংলাহিলি গোডাউন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মাধ্যমে ফ্যামিলি স্মার্ট কার্ডধারীরা বাজার মূল্যের চেয়ে কম দামে চাল, ডাল, তেল ও চিনি সংগ্রহ করতে পারবে।
উদ্বোধনকালে উপস্থিত গৃহবধূ মিনারা বেগম জানান, পবিত্র রমজানের সময় বাজারে খাবারের দাম বেশি থাকায় এ ধরনের সুবিধা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সাধারণ নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রায় সহায়তা হবে। তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এ পণ্য পাওয়া আমাদের পরিবারের জন্য অনেক উপকার বয়ে আনবে।
টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রমে তদারকি কর্মকর্তা, বিক্রেতা ডিলার আলম হোসেন এবং অন্যান্য বিক্রয় কর্মীরা উপস্থিত ছিলেন। তারা নিশ্চিত করেছেন যে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফ্যামিলি কার্ডধারীরা সহজেই পণ্য সংগ্রহ করতে পারবেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলায় মোট ১০ হাজার ৫শ ৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৫৪০ টাকা মূল্যের প্যাকেজ দেওয়া হচ্ছে। এতে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল, ২ লিটার সয়াবিন তেল এবং ১ কেজি চিনি অন্তর্ভুক্ত রয়েছে।
উপজেলার পৌরসভা ও তিনটি ইউনিয়নের ১২টি পয়েন্ট থেকে পর্যায়ক্রমে কার্ডধারীরা এই সুবিধা নিতে পারবেন। তিনি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
টিসিবির এই কার্যক্রম শুধু খাদ্যসামগ্রী সরবরাহের একটি মাধ্যম নয়, এটি সামাজিক কল্যাণমূলক একটি পদক্ষেপ হিসেবেও বিবেচিত হচ্ছে। স্থানীয়রা বলেন, এ ধরনের সুবিধা এলাকার মানুষের অর্থনৈতিক চাপ কমাতে সাহায্য করছে।
উপজেলা প্রশাসন এবং টিসিবির যৌথ উদ্যোগে এ কার্যক্রম চলমান থাকবে এবং সময়মতো সমস্ত কার্ডধারীরা পণ্য গ্রহণ করতে সক্ষম হবেন। কর্মকর্তারা বলেন, জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে তারা নিয়মিত তদারকি চালিয়ে যাবেন।
মোটাদাগে হাকিমপুর হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বল্পমূল্যে টিসিবি পণ্য বিতরণ শুরু হওয়ায় সাধারণ মানুষ বিশেষত নিম্ন আয়ের পরিবারগুলো খুবই খুশি। তারা আশা করছেন, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং তাদের খাদ্যদ্বার নিরাপত্তা নিশ্চিত করবে।