জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে প্রকাশ্যে জামিনে মুক্তি পাওয়া এক আসামিকে অপহরণের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। তবে পুলিশের দ্রুত তৎপরতায় অপহরণকারীরা ধরা পড়ে এবং ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার দিকে। আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার পরপরই আসামি নুরুজ্জামানকে কয়েকজন ব্যক্তি টেনে-হিঁচড়ে নিয়ে একটি মাইক্রোবাসে তোলে। এসময় বাধা দিতে গেলে স্থানীয় কয়েকজনকেও মারধর করা হয়। এতে আদালত প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযানে নামে। মেহেরপুর–কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া এলাকায় পুলিশের তল্লাশিতে ঢাকা মেট্রো-চ-৫৩-৮২০০ নম্বরের মাইক্রোবাস আটক করা হয়। সেখান থেকে নুরুজ্জামানকে উদ্ধার এবং ১০ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—গাংনী উপজেলার কাজিপুর গ্রামের লিটন হোসেন (৩৫), জোড়পুকুরিয়ার মিঠুন আলী (৩২), জিয়ারুল ইসলাম (৪৫), রামদেবপুর গ্রামের পারভেজ মোস্তাক (৫১), আসাদুল ইসলাম (৪৫), কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জিন্নাত হোসেন (৩২), সাপাত আলী (৫০), রাজ্জাক (৬৫), প্রাগপুর বীরগাছীর শিপলু (৪৫) এবং চালক হোসেন আলী (২৫)।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, “খবর পাওয়ার পরপরই অভিযান চালানো হয়। নুরুজ্জামানকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নতুন একটি মামলার প্রস্তুতিও চলছে।”