কুমিল্লার দেবীদ্বারে সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মোশারফ হোসেন (৪২)কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত মোশারফের বিরুদ্ধে দেবীদ্বারসহ বিভিন্ন থানায় মোট ৫টি মাদক মামলা চলমান রয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে দেবীদ্বার থানায় তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে এবং কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন দেবীদ্বার সেনাক্যাম্পের ইনচার্জ ক্যাপ্টেন শরিফুল ইসলাম ফুয়াদ। অভিযানটি বুধবার মধ্যরাত ১টায় দেবীদ্বার পৌরসভার ৪নং ওয়ার্ড বড়আলমপুর গ্রামে মোশারফের নিজ বাড়িতে পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বশির উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে ১৮০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মোশারফ একজন দীর্ঘদিন ধরে ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে যুবসমাজকে বিপর্যস্ত করছে। মানুষের মানববন্ধন ও পুলিশি অভিযান সত্ত্বেও তিনি পুনরায় মাদক ব্যবসা শুরু করতেন। স্থানীয়রা দাবি করেছেন, তাকে কঠোর শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে মাদক ব্যবসায় জড়াতে না পারে এবং তার সহযোগীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।
অভিযানে অংশ নেওয়া সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার বশির উদ্দিন বলেন, দেশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি মেনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আটক মোশারফকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর দেবীদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, মোশারফের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৫টি মাদক মামলা রয়েছে এবং কোর্ট হাজতে প্রেরণের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।