প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১৭:৩১
কোনো ট্যাগ পাওয়া যায়নি
খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে বিনামূল্যে এক মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। শনিবার (৩০ আগস্ট ২০২৫) পানছড়ি উপজেলার ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে আশপাশের এলাকা থেকে তিন শতাধিক মানুষ চিকিৎসা ও বিনামূল্যে ঔষধ গ্রহণ করেন। বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা সকাল থেকেই ক্যাম্পে ভিড় জমায়। চিকিৎসা নিতে আসা মানুষদের জন্য সেনাবাহিনী স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করে।
ক্যাম্পে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোনের জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম এবং স্টাফ অফিসার ক্যাপ্টেন তানজিম ফাহিম হিমেল। চিকিৎসা সেবা প্রদান করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক লে. কর্ণেল মো. রাকিবুল ইসলাম এবং তার নেতৃত্বাধীন চিকিৎসক দল।
আয়োজনের সময় ক্যাম্পস্থলে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সেনাবাহিনী। স্থানীয়রা নির্বিঘ্নে চিকিৎসা নিতে পেরেছেন বলে জানান। পাহাড়ি অঞ্চলে এ ধরনের সেবা না থাকলে অনেকেই চিকিৎসা বঞ্চিত থাকেন বলে মত দেন তারা।
জোন কমান্ডার লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ের সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সেনাবাহিনী নিয়মিত মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও চলবে।
স্থানীয়রা বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ তাদের জীবনে বড় উপকার বয়ে আনে। দূরবর্তী হাসপাতাল বা ক্লিনিকে যেতে না পেরে যারা চিকিৎসা পান না, তারা সেনাবাহিনীর ক্যাম্প থেকে সহজেই চিকিৎসা গ্রহণ করতে পারছেন।
চিকিৎসা সেবার পাশাপাশি সেনাবাহিনী স্থানীয়দের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং আস্থা বৃদ্ধিতেও কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মানবিক এই কার্যক্রমে সেনাবাহিনীর অবদান পাহাড়ি অঞ্চলে প্রশংসিত হচ্ছে।