প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৪
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। তিনি ইসলাম ধর্মের মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শকে ব্যক্তিগত ও সামাজিক জীবনে ধারণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমীর আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন ভূরুঙ্গামারী শাখার সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট ইসলাম আলোচক মাহবুবুল আলম, খতিব আশফাকুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাখাওয়াত হোসেন তৌহিদ এবং ওসি আল হেলাল মাহমুদ।
এছাড়া ইন্সট্রাক্টর আতিকুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড অফিসার আফজাল হক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক রোকনুজ্জামান রোকনও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বক্তারা নবীজীর জীবন থেকে শিক্ষা গ্রহণের গুরুত্বের ওপর জোর দেন।
তারা বলেন, হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও শিক্ষাকে অনুসরণ করলে সমাজ থেকে দ্বন্দ্ব, বৈষম্য ও সংঘাত দূর করা সম্ভব। তাঁর আদর্শ গ্রহণের মাধ্যমেই শান্তি ও সাম্য প্রতিষ্ঠা হতে পারে।
বক্তারা দেশ, সমাজ ও পরিবারে নবীজীর আদর্শকে ছড়িয়ে দিতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান। তারা মনে করেন, সত্যিকারের ইসলামী জীবনধারা অনুসরণই পারে জাতিকে সঠিক পথে পরিচালিত করতে।
আলোচনা সভার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় সবাই হাত তুলে অংশগ্রহণ করে।
পবিত্র মাহে রবিউল আউয়াল মাসকে ঘিরে অনুষ্ঠিত এ আয়োজন ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ভিন্ন আবহ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে স্থানীয়রা জানান, এই ধরনের আয়োজন সমাজে ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় মূল্যবোধকে আরও সুসংহত করে।