ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সাপের কামড়ে সঙ্গিতা রায় (১৩) নামে অষ্টম শ্রেণির স্কুলছাত্রী মারা গেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসক ডা. রকিবুল আলম। তিনি জানান, সাপের কামড় মাথার উপরভাগে ছিল। শেষ সময়ে হাসপাতালে নিয়ে আসায় চিকিৎসা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসক আরও উল্লেখ করেন, পরিবারের লোকজন প্রাথমিক সময়ে প্রায় ৫ ঘণ্টা ওঝার নিকট ঝাঁড়ফুক করতে সময় নষ্ট করায় শিশুটি সঠিক চিকিৎসা পায়নি।
সঙ্গিতা উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাসানডাঙ্গী গ্রামের গুরুদাস রায়ের মেয়ে। সে লোহাগাড়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তার চাচা সাতানু সিংহ জানান, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে ঘুমের মধ্যে সাপ কামড় দেয়। পরবর্তীতে বিষ নামানোর চেষ্টা করা হলেও সফল হননি। পরে সকাল ৯টায় আধুনিক সদর হাসপাতালে নিলে মৃত্যু হয়। দুপুর ২টায় শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।