প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৮
বরিশালের মুলাদী সরকারি কলেজে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হন। গুরুতর আহতদের মধ্যে মান্না (২০), হামিম (২০), বায়েজিদ (২৩), আবদুল্লাহ (২৪) ও রাকিব (২৪) রয়েছেন। তাদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।