প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪৫
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকায় বিজিবির নিয়মিত টহল অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নায়েব সুবেদার তুষার হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে আনুমানিক ৮০ ঘনফুট গোল কাঠ উদ্ধার করা হয়। জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য প্রক্রিয়া শুরু হয়েছে।