মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে পাচারের সময় অর্থলক্ষ টাকার কাঠ বোঝাই একটি পিকআপসহ দুইজনকে আটক করেছে বন বিভাগ ও র্যাব-৯ এর যৌথ টিম। ঘটনাটি ঘটে গত ১১ সেপ্টেম্বর বিকেল ৪টায় পৌরসভার ৩নং ওয়ার্ডের জালালিয়া রোডে।
গাড়িটি আটক করার সময় এতে অডিট কড়ই গোল ১২ টুকরা, মোট ৫১.০৫ ঘনফুট কাঠ বোঝাই ছিল। তবে এর বিপরীতে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি সংশ্লিষ্টরা। এ কারণে কাঠ ও পিকআপটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন— কমলগঞ্জ উপজেলার পূর্ব জালালপুর গ্রামের আব্দুল গনি মিয়ার ছেলে মো. চেরাগ আলী (২৫) এবং একই উপজেলার বালীগাঁও গ্রামের মৃত একিন উল্লাহর ছেলে কবির মিয়া (৬২)।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রেঞ্জ অফিসার মো. সালাহ উদ্দিন জানান, আটক দুইজনের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। জব্দ করা কাঠ ও গাড়ির বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধভাবে কাঠ পাচার হয়ে আসছে। তবে সাম্প্রতিক সময়ে বন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যাওয়ায় চক্রগুলো একের পর এক ধরা পড়ছে।