প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৩
নওগাঁয় ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি বাস্তবায়নের জন্য শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। বুধবার দুপুর ১২টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনার প্রাঙ্গণে নওগাঁর সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউট শিক্ষার্থীরা অংশ নেয়। শিক্ষার্থীরা সরকারের প্রতি তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানায়।
নওগাঁ পলিটেকনিক ইন্সটিটিউটের প্রতিনিধি দলের পক্ষ থেকে নেতৃত্ব দেন আবু হুরায়রা হাসিব, আশরাফুল হক, এস এম তাহিয়াতুল ইসলাম জিহাদ, আরাফাত জনি, আব্দুল বারী, রিয়াউল রাহাদ ও মোঃ রেদোওয়ান। তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসার পরও তাদের দাবি এখনো সমাধান হয়নি। শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের পথ খুলে যাবে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডিপ্লোমা প্রকৌশলীদের প্রকাশ্য অবমূল্যায়ন করা হচ্ছে এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রীয়ভাবে প্রত্যাখ্যান করা হচ্ছে। তারা দাবি করেন, প্রকৌশল অধিকার আন্দোলনের সময় ডিপ্লোমা প্রকৌশলীদের ওপর প্রকাশ্য হুমকি ও সহিংসতার ঘটনার দায়িত্বপ্রাপ্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা আরও বলেন, সরকার দ্রুত তাদের যৌক্তিক ছয় দফা দাবি বাস্তবায়ন না করলে কারিগরি শিক্ষার্থীদের আন্দোলন কঠোর রূপ নেবে। তারা উল্লেখ করেন, ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন কার্যক্রমও অবিলম্বে চালু করতে হবে।
শিক্ষার্থীরা বলেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের পক্ষ থেকে পরিচালিত অযৌক্তিক কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। এটি না হলে ন্যায্য দাবির জন্য আন্দোলন আরও তীব্র হবে। তারা সরকারের প্রতি অনুরোধ জানায়, শান্তিপূর্ণ পরিবেশে সমস্যার সমাধান করতে সময় নিলে ভবিষ্যতে সংঘাত এড়ানো সম্ভব।
বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করেন। তারা বলেন, সরকারের দায়িত্ব হলো শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়া এবং শিক্ষাব্যবস্থায় সাম্য ও ন্যায় প্রতিষ্ঠা করা।
এছাড়া শিক্ষার্থীরা প্রশাসনের প্রতি আহ্বান জানায়, তাদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ আন্দোলনের পরিবেশ নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হোক। তারা আশাবাদ প্রকাশ করেন যে, দ্রুত পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ করা সম্ভব হবে।