প্রকাশ: ৯ আগস্ট ২০২৫, ১৬:৩৫
গাজীপুরে সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা করার প্রতিবাদে এবং খুন, সন্ত্রাস ও স্বৈরদস্যুতার রাজনীতি বর্জন করে মানবতার রাজনীতির আহ্বানে বিশ্ব ইনসানিয়াত বিপ্লব মানববন্ধন করেছে। ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই মানববন্ধনে নেতৃত্ব দেন বিশ্ব ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মহাসচিব শেখ রায়হান রাহবার।
মানববন্ধনে পাঠানো বাণীতে চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত সাংবাদিক তুহিনের হত্যাকাণ্ডের গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড সমাজ ও দেশকে মানবতার শত্রুদের গ্রাসে নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের অংশ। সত্যের কণ্ঠরোধ করার এই ঘটনার মাধ্যমে সমাজের অন্ধকার শক্তির প্রকট রূপ উন্মোচিত হয়েছে।
আল্লামা ইমাম হায়াত আরো বলেন, দেশের বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের পেছনে ধর্মের নামে উগ্রবাদী ও স্বৈরদস্যু রাজনৈতিক গ্যাংগুলি জড়িত। এসব গোষ্ঠীর সন্ত্রাসী কার্যকলাপ দেশের শান্তি ও মানুষের জীবনকে অচল করে দিয়েছে। তিনি সতর্ক করেন, মানবতার রাজনীতি ব্যতীত কখনো দেশের নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয়।
তিনি বলেন, একক গোষ্ঠীবাদী স্বৈররাজনীতি সমাজে বিভাজন সৃষ্টি করে এবং মানুষের মুক্তি ও কল্যাণের পথে অন্তরায়। উগ্র ধর্মীয় মনোভাব ও জাতীয়তাবাদী স্বৈরদস্যুতার জোড়াসাঁকো দেশের মানুষের জীবনকে সংকটে ফেলে দিচ্ছে।
আল্লামা ইমাম হায়াত জাতীয় ও ধর্মীয় বিভিন্ন মতপথের মানুষকে সমান নিরাপত্তা, অধিকার ও স্বাধীনতা প্রদানের গুরুত্বের উপর জোর দিয়ে বলেন, সব মানুষের প্রতিনিধি ভিত্তিক মানবতার রাজনীতি ছাড়া দেশের স্থায়ী শান্তি ও সমৃদ্ধি সম্ভব নয়।
তিনি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচারের দাবি জানিয়ে খুনী সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি তুহিনের আত্মত্যাগকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে এলাকার সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠানে তার নামে নামকরণের প্রস্তাব দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা একক স্বৈরদস্যুতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয় এবং সত্য ও মানবতার রাজনীতির বিকল্প নেই বলে মত প্রকাশ করে। তারা সমাজে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানায়।
গাজীপুরের সাংবাদিক তুহিনের নির্মম হত্যাকাণ্ড দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে। সমাজ ও দেশের উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম এবং তাদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সবার মূল চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন সকলে।