দেরীতে ম্যাচ শুরুর নেপথ্যে ...

নিজস্ব প্রতিবেদক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বৃহঃস্পতিবার ৩১শে মার্চ ২০২২ ১০:২৫ অপরাহ্ন
দেরীতে ম্যাচ শুরুর নেপথ্যে ...

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হল ৩৫ মিনিট দেরিতে। নেপথ্যে সাইটস্ক্রিন নিয়ে সমস্যা। স্থানীয় সময় সকাল দশটা থেকে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। সেটি শুরু হয় ১০টা ৩৫ মিনিটে।


ডারবানে শুরু হয়েছে প্রথম টেস্ট। উমজেনি প্রান্তের দিকে যে ইলেকট্রনিক সাইটস্ক্রিনটি ছিল, সেটি ঠিক মতো কাজ করছিল না। ফলে ম্যাচ শুরু করা যাচ্ছিল না। এর পর মাঠকর্মীরা সাদা কাপড় দিয়ে সেটি ঢেকে দেন। তার পরে খেলা শুরু করা যায়। সেই সময় ম্যাচের সম্প্রচার করা হয়নি।



এক দিনের সিরিজ জেতার পর এ বার টেস্ট সিরিজ জেতার জন্য মুখিয়ে রয়েছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশে তিনটি সফরে ছ’টি টেস্টেই হেরেছে তারা। বাংলাদেশের পক্ষে বড় সুবিধা হল, আইপিএলে খেলার জন্য প্রথম সারির বেশ কয়েক জন ক্রিকেটার টেস্ট সিরিজে খেলছেন না। ফলে বিপক্ষকে চাপে রাখতে পারে বাংলাদেশ।