দিনাজপুরের নবাবগঞ্জে দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৫ নভেম্বর) উপজেলার নির্শা পলাশবাড়ী গ্রামে নিজ বাড়ির শয়ন ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই গ্রামের মৃত আহাদ আলীর ছেলে হাফিজুল ইসলাম (৭০) ও তার স্ত্রী ফেন্সী বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে বাড়ীর অন্যান্য লােকজনেরা ঘুম থেকে উঠে পড়েন। হাফিজুল ও তার স্ত্রী ফেন্সি ঘুম থেকে না উঠায় বাড়ীর লােকজনেরা ঘরের দরজায় গিয়ে ডাকাডাকি করতে থাকেন। এসময় লােকজনেরা কােন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে দখেন বিছানায় তাদের স্বামী-স্ত্রীর লাশ পড়ে আছে। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, ধারনা করা হচ্ছে রাতের কােন এক সময় তাদের শ্বাসরােধ করে হত্যা করা হতে পারে। লাশ ময়না তদন্তে জন্য সন্ধ্যায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানাে হয়েছে। তবে পুরাে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।