ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
জেলা প্রতিনিধি , গাজীপুর
প্রকাশিত: বুধবার ২৯শে ডিসেম্বর ২০২১ ০৯:০৩ অপরাহ্ন
ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর ৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার

ছয় হাজার পিস ইয়াবাসহ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তারের দাবি করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকার গাবতলী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে ডিবি গুলশান বিভাগের ডিসি মশিউর রহমান বলেন, জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তারের সময় তার সঙ্গে থাকা আলিয়া আক্তার রিয়া নামে এক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।


প্রসঙ্গত, গত ১৮ ডিসেম্বর রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ২৫ হাজার ইয়াবাসহ গাজীপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর সরকারের গাড়িচালক ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এরপরই তদন্তে নামে ডিবি। অনুসন্ধানে দেখা যায়, জাহাঙ্গীর সরকার রাজধানীসহ ঢাকার আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছেন।