গোপালপুরে বিলুপ্তপ্রায় বাংলা শকুন উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০:৩৫

শেয়ার করুনঃ
গোপালপুরে বিলুপ্তপ্রায় বাংলা শকুন উদ্ধার

টাঙ্গাইলের গোপালপুরে বিলুপ্তপ্রায় বাংলা জাতের একটি শকুন উদ্ধার করা হয়েছে। স্থানীয় এলাকাবাসীর সহায়তায় বন বিভাগের কর্মকর্তারা শকুনটিকে উদ্ধার করেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে অসুস্থ অবস্থায় শকুনটি পাওয়া যায়। শকুনটির ওজন প্রায় ১৫ কেজি এবং ডানা মেললে লম্বায় প্রায় ১০ ফুট।

স্থানীয়দের সূত্রে জানা যায়, মোহাইল গ্রামের কয়েকজন কিশোর বিলে মাছ ধরতে গেলে হঠাৎ পড়ে থাকা অবস্থায় শকুনটিকে দেখতে পান। তারা শকুনটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। পরদিন সকালে স্থানীয় ৩ নং ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদারকে বিষয়টি জানালে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান।

চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান, “শকুনটি অসুস্থ ও ক্ষুধার্ত ছিল। আমি স্থানীয়দের সহযোগিতায় শকুনটির জন্য কিছু গোস্ত কিনে খাওয়ানোর ব্যবস্থা করি এবং বিষয়টি গোপালপুরের ইউএনও মহোদয়কে অবগত করি। পরে বন বিভাগের কর্মকর্তারা শকুনটিকে হেফাজতে নেন।”

এদিকে গোপালপুর উপজেলা বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং স্থানীয়দের কাছ থেকে শকুনটিকে উদ্ধার করেন। তিনি আরও বলেন, “এটি একটি বিরল বাংলা জাতের শকুন। বর্তমানে শকুনটির শারীরিক অবস্থা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

https://enews71.com/storage/ads/01JQ184AJV9F0T856X9BBSG85X.gif

গোপালপুর প্রাণী সম্পদ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমি দ্রুত ইউএনও মহোদয় এবং বন বিভাগের কর্মকর্তাকে অবগত করি। পরে শকুনটি উদ্ধার করে উপজেলা কমপ্লেক্সে আনা হয় এবং চিকিৎসা শেষে বন বিভাগের হেফাজতে দেওয়া হয়।”

এদিকে, বিরল এই শকুনটিকে একনজর দেখতে মোহাইল গ্রামে ভিড় জমাচ্ছে উৎসুক জনতা। অনেকেই মোবাইলে শকুনটির ছবি তুলে রাখছেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আশরাফ শামীম ঘটনাটি নিশ্চিত করে বলেন, শকুনটি বর্তমানে নিরাপদে বন বিভাগের হেফাজতে রয়েছে।

উল্লেখ্য, বিলুপ্তপ্রায় এই বাংলা জাতের শকুন বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত। শকুনের সংখ্যা দিন দিন কমে যাওয়ায় এটি সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

অজগরের পেটে নিখোঁজ ছাগল, গ্রামবাসীর আঘাতে সাপের মৃত্যু

অজগরের পেটে নিখোঁজ ছাগল, গ্রামবাসীর আঘাতে সাপের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বোবারথল গ্রামে এক অজগর সাপের পেটে ছাগল খুঁজে পাওয়ার ঘটনায় গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ২০ ফুট লম্বা সাপটিকে পিটিয়ে হত্যা করেছেন। এলাকায় ছড়িয়ে পড়া এই ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা জানান, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল গ্রামে গত কয়েক দিন ধরে একে একে ছয়টি ছাগল নিখোঁজ হয়ে যায়। প্রথমে সবাই ধারণা করেছিলেন,

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের ওপর কিশোর গ্যাংয়ের বেপরোয়া হামলা

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের ওপর কিশোর গ্যাংয়ের বেপরোয়া হামলা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কিশোর গ্যাংয়ের হামলায় আহত হয়েছে দুই আলিম শ্রেণির শিক্ষার্থী। ঘটনাটি ২০ জুলাই ঘটলেও তা সামনে আসে কিছুদিন পর। ভুক্তভোগীদের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ তদন্তে নামে। আহত শিক্ষার্থীরা হলেন মইন বাবু (১৮) ও আব্দুল্লাহ আল জোবাইর (১৯)। দুজনেই ভূরুঙ্গামারী সিনিয়র ফাযিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র। মইন সোনাহাট ইউনিয়নের বানুরকুটি গ্রামের ময়নুল হকের ছেলে এবং

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচে মাদকবিরোধী বার্তা

গোয়ালন্দে প্রীতি ফুটবল ম্যাচে মাদকবিরোধী বার্তা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক চমৎকার প্রীতি ফুটবল ম্যাচ, যার মূল বার্তা ছিল 'মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি'। উপজেলার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে শুক্রবার বিকেলে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়। সামাজিক সচেতনতা ও ক্রীড়ার সমন্বয়ে এমন আয়োজন এলাকাবাসীর মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতিযোগিতামূলক এই ম্যাচে অংশ নেয় পাবনা নগরবাড়ী ফুটবল একাদশ এবং স্বাগতিক দৌলতদিয়া ফুটবল একাদশ।

গোপালপুরে কলাবাগান কেটে নিঃস্ব কৃষক, এলাকাজুড়ে ক্ষোভ

গোপালপুরে কলাবাগান কেটে নিঃস্ব কৃষক, এলাকাজুড়ে ক্ষোভ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের বানিপাড়া গ্রামের কৃষক মো. শাহিন তার জীবনের সব সঞ্চয় ও শ্রম দিয়ে ৫৬ শতাংশ জমিতে কলার চাষ করেছিলেন। স্বপ্ন ছিল, এই ফসল বিক্রি করে সংসারে স্বচ্ছলতা ফিরবে। কিন্তু রাতের আঁধারে দুর্বৃত্তদের কুৎসিত হাত সেই স্বপ্ন এক নিমিষেই গুঁড়িয়ে দেয়। ৩১ জুলাই বুধবার রাতের কোনো এক সময় পরিকল্পিতভাবে তার কলাবাগানে ঢুকে প্রায় সব গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা।

মার্কিন শুল্ক কমায় তৈরি পোশাক রপ্তানিতে স্বস্তি

মার্কিন শুল্ক কমায় তৈরি পোশাক রপ্তানিতে স্বস্তি

মার্কিন বাজারে পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমে ২০ শতাংশ হওয়াকে বাংলাদেশের পোশাক রপ্তানির জন্য স্বস্তিদায়ক মনে করছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। তিনি মনে করেন, এই পরিবর্তনের ফলে রপ্তানিকারকরা নতুন করে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবে এবং মার্কিন বাজারে প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখা সম্ভব হবে। শুক্রবার (১ আগস্ট) এক লিখিত বক্তব্যে তিনি জানান, গত কয়েক মাস ধরেই পাল্টা শুল্ক নিয়ে একটি