প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে কয়েকদিন ধরে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে। শুক্রবার (১৫ আগস্ট) সাপ্তাহিক ছুটির দিনে বাজার ঘুরে দেখা যায়, সাধারণ সবজি কিনতেও এখন ক্রেতাদের গুনতে হচ্ছে দ্বিগুণের কাছাকাছি দাম। বিক্রেতারা বলছেন, একদিকে টানা বৃষ্টি ও মৌসুমের শেষ, অন্যদিকে সাপ্তাহিক ছুটির দিনে চাহিদা বেশি— এই তিন কারণে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে।