যে কারণে টুইটার অ্যাকাউন্ট বন্ধ করলেন হাদিদ

নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৮ই নভেম্বর ২০২২ ০৬:৩৮ অপরাহ্ন
যে কারণে টুইটার অ্যাকাউন্ট বন্ধ করলেন হাদিদ

নিজের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন আমেরিকান মডেল ও অভিনেত্রী জিজি হাদিদ। ইলন মাস্ক টুইটার কেনার পর অনেক নামকরা তারকা ও গুণী ব্যক্তিত্ব টুইটার ছাড়ছেন। এবার সেই তালিকায় যুক্ত হল জিজির নাম।


অ্যাকাউন্ট বন্ধ করার কারণে জিজির প্রোফাইল বর্তমানে টুইটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। টুইটারের ব্যাপক কর্মী ছাঁটাইয়ের মধ্যে হাদিদ এ সিদ্ধান্ত নেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘অনেকদিন ছিলাম টুইটারে। এর নতুন নেতৃত্বের সঙ্গে টুইটার ঘৃণা ও ধর্মান্ধতার প্ল্যাটফর্মে রূপ পেয়েছে।’


জিজি টুইটার থেকে চলে যাওয়ার জন্য ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন। তিনি বলেছেন, ‘ভক্তদের জন্য আমি দুঃখিত, যাদের সঙ্গে আমি টুইটারের মাধ্যমে এক দশক ধরে যুক্ত ছিলাম। আমি বলতে পারি না যে এটি কারো জন্য নিরাপদ জায়গা!’


কোম্পানি থেকে ছাঁটাই হওয়ার বিষয়ে মানবাধিকার কাউন্সিল শ্যানন রাজ সিংয়ের টুইটও পোস্ট করেছেন জিজি। গত সপ্তাহে ইলন মাস্ক নিয়ন্ত্রণ নেয়ার পর বেশ কয়েকজন কর্মীকে চাকরিচ্যুত করেন। পেজ সিক্স অনুযায়ী, এতে মানবাধিকার দলও অন্তর্ভুক্ত ছিল।