করোনা পিছু ছাড়ছে না হলিউডের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ১৮ই মার্চ ২০২০ ১১:৪১ পূর্বাহ্ন
করোনা পিছু ছাড়ছে না হলিউডের

বিশ্বব্যাপী মহামারী রূপ নেয়া করোনাভাইরাস আতঙ্ক পিছু ছাড়ছে না বিশ্বের সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি হলিউডের। সেখানে নতুন করে আরও দুই অভিনেতা এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের একজন ‘গেম অফ থ্রোনস’ ছবির অভিনেতা ক্রিস্টোফার হিফজু। নরওয়ের এই অভিনেতা জানিয়েছেন, তিনি আপাতত কোয়ারেন্টাইনে আছেন।

নিজেদের বাড়িতেই পরিবারসহ আইসোলেশনে আছেন হিফজু। তবে তারা সবাই সুস্থ আছেন। অল্পই সর্দি-কাশি রয়েছে। হিফজু টুইটারে লিখেছেন, ‘ঠান্ডা লাগলে যেটুকু সর্দি-কাশি হয় সেটুকুই রয়েছে। যেহেতু আমার শরীরে কোভিড ১৯-এর রিপোর্ট পজেটিভ তাই বারবার হাত ধোওয়া, দূরত্ব বজায় রাখা, ভাইরাস আটকানোর যা যা ব্যবস্থা নেয়া যায় সবই করছি।’

অন্যদিকে ‘ফ্রোজেন ২’ ছবির অভিনেতা র‌্যাচেল ম্যাথুউস জানিয়েছেন তিনিও করোনায় আক্রান্ত। র‌্যাচেল তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘বন্ধুরা, ‘কোভিড ১৯-এর রিপোর্ট পজেটিভ আসার পর গত সপ্তাহ থেকেই আমি কোয়ারেন্টাইনে রয়েছি। আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছি আমি। তবে চিকিৎসকদের নির্দেশ না পাওয়া পর্যন্ত বাড়ির বাইরে বেরবো না।’

ভক্তদের উদ্দেশ্যে অভিনেতা বার্তা দিয়েছেন, ‘করোনাভাইরাস সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে লিখে পাঠাও। আমি যথাসাধ্য চেষ্টা করব তার উত্তর দেয়ার। তবে তোমাদের অনুরোধ করব, করোনা এড়াতে যে সব গাইডলাইন দেয়া হয়েছে, তার সবই মেনে চলা খুব দরকার।’হলিউড থেকে প্রথমে অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস এবং তার স্ত্রী রিটা উইলসনের করোনায় আক্রান্ত হওয়ার খবর আসে। এরপর করোনায় আক্রান্তের কথা জানান জেমস বন্ডের নায়িকা ওলহা কোরেল্যাঙ্কো। আর সোমবার ‘জেমস বন্ড’ সিরিজের সর্বশেষ ছবির খল অভিনেতা ইদ্রিস এলবা জানান, তিনিও করোনায় আক্রান্ত।

ইনিউজ ৭১/ জি.হা