বরিশাল অনলাইন প্রেসক্লাবের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ১৯শে এপ্রিল ২০২১ ০৪:১২ অপরাহ্ন
বরিশাল অনলাইন প্রেসক্লাবের অনুমোদন

বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের অর্ন্তভূক্ত হলো বরিশাল অনলাইন প্রেসক্লাব। আজ সোমবার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী এবং সাধারণ সম্পাদক এইচ আর শফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সভাপতি হিসেবে খান রুবেল এবং সাধারন সম্পাদক পদে রিপন হাওলাদারসহ ৬২ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। 


কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আরিফিন তুষার (দখিনের মুখ), সহ-সভাপতি সোহেল মোল্লা (প্রিয় বরিশাল), সহ-সভাপতি রিফাত আবরার (দখিনের খবর ডট কম), যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান (বরিশাল ক্রাইম ট্রেস), যুগ্ম সম্পাদক ফিরোজ গাজী (ডেইলি আজকের বার্তা), সাংগঠনকি সম্পাদক প্রিন্স তালুকদার (সকাল সংবাদ), দপ্তর সম্পাদক মজিবর রহমান নাহিদ (বার্তা বরিশাল), উপ-দপ্তর সম্পাদক মিরাজ সিকদার (সাহসী সংবাদ), প্রচার সম্পাদক মুরাদ হোসাইন (বরিশাল ক্রাইম বার্তা), উপ-প্রচার সম্পাদক মেহেদী হাসান রিমু (বরিশাল ক্রাইম এলার্ট), 


আইটি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার জিহাদ রানা (বরিশাল মেইল), শিক্ষা বিষয়ক সম্পাদক এইচ আর হীরা (খবর বরিশাল) মহিলা বিষয় সম্পাদক সুমাইয়া জিসান (দেশপত্র ২৪), ক্রিড়া সম্পাদক সাকিবুল হৃদয় (সত্য সংবাদ ডট কম), সমাজকল্যান সম্পাদক এম আর শুভ (একুশে আলো), অর্থ সম্পাদক মেহেদী হাসান খান (দেশ কন্ঠস্বর), সাংস্কৃতিক সম্পাদক কাজী আল আমিন (সংবাদ সপ্তাহ), সহ-সাংস্কৃতিক সম্পাদক রিফাত ইমরান (বরিশাল রিপোর্ট ২৪), ধর্ম বিষয়ক সম্পাদক শাওন খান (বরিশাল রিপোর্ট)।


কার্যনির্বাহী সদস্য পদে এমকে রানা (বিজয় সংবাদ), এম বশির (জনতার খবর), মারুফ হোসেন (আজকের তালাশ), রিয়াজ পাটোয়ারী (আকাশ বাংলা), পলাশ চৌধুরী (বাংলার মুখ), নওরোজ কবীর (ধাঁনসিড়ি নিউজ), আম্মার হোসেন (ক্রাইম টাইমস)  ও তানভির আহমেদ অভি (দখিনের বার্তা)। 


এছাড়া সদস্য হিসেবে রয়েছেন, নাছির উদ্দিন (বিজয় নিউজ), সৈয়দ মেহেদী হাসান (বরিশাল ট্রিবিউন), জে খান স্বপন (রাইজিং বিডি), সাঈদ পান্থ (রিপোর্ট ৭১),  মাসুদ রানা (বরিশাল পিপলস), আল-আমিন জুয়েল (বিএসএল নিউজ), আরিফ হোসেন (আমার বরিশাল), হুমায়ন কবির রোকন (ডেইলি মতবাদ), অনিকেত মাসুদ (পি নিউজ), মশিউর রহমান (বিএসএল নিউজ), গোলাম মাওলা শান্ত (দাবানল নিউজ), রেদোয়ান রানা (বরিশাল সিটি নিউজ), সাঈদ পান্থ (রিপোর্ট ৭১),  মাসুদ রানা (বরিশাল পিপলস), আসিসুর রহমান (ক্রাইম সিন ২৪), সঙ্গিত আহমেদ মিনার (হ্যালো বরিশাল), সুব্রত বিশ্বাস (বরিশাল মুক্তখবর), এইচ এম হেলাল (ভয়েস অব বরিশাল), নাঈম ইসলাম (ডেইলি আগমনী), 


অলিউর রহমান (সকালের বার্তা), লিটন বায়জিত (বরিশাল প্রেস), মাহাদী হাসান (বরিশাল রূপান্তর), পারভেজ মল্লিক (বরিশাল ট্রিবিউন), চাঁন আকন (আজকের তালাশ), মো. খান তুহিন (বরিশাল সংবাদ)সাজ্জাদ হোসেন হৃদয় (ডেইলি চন্দ্রদীপ), এস এল টি তুহিন (নিউজ জি ডট কম), খান মাইনউদ্দিন (দখিনের কন্ঠ ডট কম), মো. আমিন (বরিশালের ডাক), শাখাওয়াত হোসেন (ক্রাইম ফোকাস),  ইমরান হোসাইন (বরিশাল রাইট নিউজ), 


এনামুল হক মুন্সি (জনপত্র ডট কম), সাব্বির আহমেদ (বরিশাল টিভি), নাজমুল হক মুন্না (প্রতিদিন নিউজ), শাহাদাত হোসেন (ডেইলি বাংলার ক্রাইম ২৪), মামুন হাওলাদার (বাংলার ক্রাইম বার্তা) এইচ এম মনিরুজ্জামান (জনতার কথা),  মনির হোসেন (স্বপ্নের বাংলাদেশ), শাকিল মাহমুদ (নিউজ স্টার  ২৪),  খান আব্বাস (একুশের চোখ), অনীক ইসলাম রানা (দৈনিক বরিশাল সংগ্রাম)।  


আগামী দুই বছরের জন্য নতুন এ কমিটি অনুমোদন দিয়ে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ। অনুমোদনকৃত এ কমিটিকে তাদের অর্ন্তভূক্ত করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে নিশ্চিত করেন।