হিলিতে দৈনিক করতোয়া পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
গোলাম রব্বানী, নিজস্ব প্রতিনিধি (দিনাজপুর)
প্রকাশিত: শুক্রবার ১২ই আগস্ট ২০২২ ০৭:১০ অপরাহ্ন
হিলিতে দৈনিক করতোয়া পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দিনাজপুরের হাকিমপুর হিলিতে উৎসব মুখর পরিবেশে র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে উত্তর বঙ্গের পাঠক প্রিয় দৈনিক করতোয়া পত্রিকা ৪৭ বছরে পদার্পণ ও প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।


শুক্রবার (১২ আগষ্ট) সকাল এগারো টায় স্হানীয় প্রেসক্লাবে দৈনিক করতোয়া পত্রিকার হাকিমপুর হিলি প্রতিনিধি ডাঃ আলতাফ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। শেষে বর্ণাঢ্য র্যালি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। 


আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হারুন উর রশিদ হারুন। 


এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেল এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শরিফুল ইসলাম শরীফ, হাকিমপুর হিলি পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি জামিল হোসেন চলন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া, হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামান, হিলি পানামা পোর্ট এর গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক, প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। 


আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়া পত্রিকার দীর্ঘ দিনের পথচলা ও আগামী দিনের জন্য শুভ কামনা রেখে আলোচনা করেন।