নারীর গোপন স্থানে লুকিয়ে রাখা স্বর্ণের ১০ বার জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার ৭ই নভেম্বর ২০২২ ০২:৪১ অপরাহ্ন
নারীর গোপন স্থানে লুকিয়ে রাখা স্বর্ণের ১০ বার জব্দ

যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় এক নারীর গোপনাঙ্গ থেকে ১০টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় তাকে আটক করা হয়েছে।সোমবার (৭ নভেম্বর) দুপুরে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (৬ নভেম্বর) রাত ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালি সীমান্তে এ ঘটনা ঘটে।


আটককৃত ব্যক্তি ওই থানাধীন পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী রত্না খাতুন (৩৪)।খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, রোববার রাতে পুটখালী সীমান্ত দিয়ে সোনার একটি বড় চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে, এমন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী উত্তরপাড়া গ্রামের একটি কলাবাগানের মধ্যে তল্লাশি চালিয়ে ১০টি সোনার বারসহ রত্না বেগম নামে এক নারীকে আটক করে।


তিনি আরও জানান, নারী বিজিবি সদস্য দিয়ে তার দেহ তল্লাশি করে গোপন স্থানে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০ পিচ স্বর্ণের বার পাওয়া যায়। পরে তাকে আটক করা হয়। তবে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা।