দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জন হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: বুধবার ১৯শে জানুয়ারী ২০২২ ০৭:২৬ অপরাহ্ন
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭ জন হাসপাতালে

রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাতজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন রাজধানীতে এবং দুজন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।


বুধবার (১৯ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ জনে। তাদের মধ্যে রাজধানীর হাসপাতালে ১৯ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৯ জন চিকিৎসাধীন।


এছাড়াও গত ১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।


এদিকে, গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ২৮ হাজার ৪২৯ জন। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন ১০৫ জন।