ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৫১৯

নিজস্ব প্রতিবেদক
বিশেষ প্রতিবেদক - স্বাস্থ্য বিভাগ
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে নভেম্বর ২০২২ ০৬:০৭ অপরাহ্ন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৫১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৯ জন।


বৃহস্পতিবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে ঢাকার ২৫৮ জন এবং ঢাকার বাইরের ২৬১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে দুই হাজার ২২ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।


চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৪ হাজার ৯২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৫২ হাজার ৬৬১ জন।


উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। মারা গেছেন ১০৫ জন।