দেশে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার ৩রা অক্টোবর ২০২৩ ০৯:২৯ অপরাহ্ন
দেশে ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর এক হাজার ৩০ জনের মৃত্যু হয়। অন্যদিকে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৭৯৯ জন রোগী।


মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।


এতে বলা হয়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজধানী ঢাকার ৭ জন এবং ঢাকার বাইরে ৬ জন।


আক্রান্তদের মধ্যে ঢাকা সিটির বাসিন্দা ৬৮২ জন এবং ঢাকা সিটির বাইরে ২ হাজার ১১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকায় ৬ হাজার ২৫৮ জন এবং ঢাকার বাইরে ২ হাজার ৯৪০ জন।


চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১ হাজার ৪৫৫ জন।


উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।