ফ্লোরে পড়ে ছটফট করে সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরও কোভিড-১৯ উপসর্গ নিয়ে সাভারে হোম আইসোলেশনে থাকা ৬৫ বছর বয়েসে আব্দুল মান্নানের মৃত্যু হয়েছে। তিনি পুলিশের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই)। শনিবার (০৯ মে) সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২২ এপ্রিল তার রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাকে বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল শুক্রবার (০৮ মে) বিকাল সাড়ে ৫টার দিকে সাভার পৌর এলাকার নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এর এক দিন আগে বৃহস্পতিবার (৭মে) দ্বিতীয় দফায় তার নমুনা পরীক্ষার ফলাফল তাদের কাছে করোনা নেগেটিভ ছিল।
ডা. সায়েমুল হুদা বলেন, আইডিসিআর থেকে খরব পাওয়ার পরে তাকে আমরা বাড়িতে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছিলাম। তার পরিবারের সদস্যরাও তাই চাচ্ছিলেন। দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। তাই এটি স্বাভাবিক মৃত্যু বলা যেতে পারে৷
তবে আব্দুল মান্নানের স্ত্রী রিজিয়া মান্নান বলেন, দ্বিতীয় দফায় রিপোর্ট নেগেটিভ এলেও করোনার উপসর্গ নিয়েই তার মৃত্যু হয়েছে। তীব্র জ্বর এসেছিল। ফ্লোরে পড়ে গিয়ে ছটফট করে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার সময় পায়নি আমরা।
তিনি আরও বলেন, ঢাকা মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়েছিল। গত ২২ এপ্রিল রিপোর্ট পজিটিভ আসে। বাড়িতেই বারডেম হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ওষুধ চলছিল। অক্সিজেনও দেওয়া হচ্ছিল। সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক দল এসে হাসপাতালে নিতে চেয়েছিল, কিন্তু আমরা রাজি হইনি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।