কাউনিয়ায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
এম. কে. রানা - বার্তা প্রধান ইনিউজ৭১
প্রকাশিত: শনিবার ১৩ই জুন ২০২০ ০৪:৪৯ অপরাহ্ন
কাউনিয়ায় করোনা আক্রান্ত একজনের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা আক্রান্ত সালাম (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) সকাল ৮টায় তার মৃত্যু হয়। তিনি বরিশাল নগরের নিউ ভাটিখানা এলাকার বাসিন্দা। 

শেবাচিম হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার (১০ জুন) দিনগত রাত দেড়টার দিকে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন সালাম। ভর্তির পর তার নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পরীক্ষা করা হলে রির্পোট পজেটিভ আসে। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৮টার দিকে তার মৃত্যু হয়।