টেলিস্কোপের এক ছবিতে অসংখ্য ছায়াপথ!

নিজস্ব প্রতিবেদক
ইনিউজ ডেস্ক
প্রকাশিত: শুক্রবার ১৮ই মার্চ ২০২২ ০৫:০৬ অপরাহ্ন
টেলিস্কোপের এক ছবিতে অসংখ্য ছায়াপথ!

হাবল টেলিস্কোপের পর এখন পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। মহাকাশ গবেষণায় নতুন মাত্রা সংযোজন করেছে উচ্চপ্রযুক্তিসম্পন্ন জেমস টেলিস্কোপ। হাবলের চেয়ে শক্তিশালী মিরর বসানো জেমস টেলিস্কোপ ইউনিভার্সের গভীরে পর্যবেক্ষণের কাজ করছে।


ডিসেম্বরে মহাকাশে পাড়ি জমায় টেলিস্কোপটি। ১ হাজার ছায়াপথের মধ্যে একক নক্ষত্রের ছবি ফ্রেমবন্দি করেছে। নক্ষত্রটির অবস্থান পৃথিবী থেকে ১.৬ মিলিয়ন কিমি দূরে। এইচডি 84406 নামের নক্ষত্রটির অতি উজ্জ্বল তারার ছবি পাঠিয়েছে জেমস স্পেস টেলিস্কোপ।


ছবিতে ধরা পড়েছে তারাগুলোর সঙ্গে ১ হাজার আদিম ছায়াপথ। সতেরো শতকে নেদারল্যান্ডসের বিজ্ঞানী জোহান লিপারশে প্রথম আবিষ্কার করেন টেলিস্কোপটি। শুরুতে এর বাজেট মাত্র ৫০০ মিলিয়ন ডলার হলেও এটি বানাতে মোট খরচ হয়েছিল ১০ বিলিয়ন ডলার।


তৈরি করতে ২০ বছরে ১৪টি দেশের ২৫৮টি কোম্পানির ১০ হাজার বিজ্ঞানী এবং টেকনিশিয়ানের সাহায্য লেগেছিল। ১৩ দশমিক ৪ বিলিয়ন বছর আগের আলো দেখা সম্ভব ছিল হাবল টেলিস্কোপ দিয়ে।


যেখানে জেমস টেলিস্কোপ দ্বারা ১৩ দশমিক ৭ বিলিয়ন বছর আগের আলো দেখা সম্ভব।


সর্বোচ্চ শক্তিশালী স্পেস টেলিস্কোপটির সাহায্যে জ্যোতির্বিজ্ঞানীরা ইউনিভার্সের গঠন, তাতে প্রাণের অস্তিত্ব, প্রথম গ্যালাক্সি তৈরি ও গবেষণার জন্য বিভিন্ন ডেটা কালেক্ট করতে পারবেন অনায়াসে।