মাটিরাঙ্গায় তিন ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
জসিমউদ্দিন জয়নাল, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: রবিবার ৬ই ফেব্রুয়ারি ২০২২ ০৬:০৯ অপরাহ্ন
মাটিরাঙ্গায় তিন ভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌর এলাকায় লাইসেন্স বিহীন অবৈধভাবে ইটভাটা স্থাপন করায়  পৌরসভার ৪নং ওয়ার্ডের আর্দশগ্রাম ও সদর ইউনিয়ন পরিষদের ওয়াসু এলাকায়   অবস্থিত তিনটি ইটভাটায় অভিযান চালিয়ে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


রোববার (৬ ফেব্রুয়ারি) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও    এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব  এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 


অভিযানে ৪নং পৌর ওয়ার্ড আর্দশ গ্রামের  বিআরএস    ১ ইটভাটাকে আশি হাজার টাকা, আর্দশ গ্রামের মেসার্স থ্রিপল সিক্স   ইটভাটাকে আশি হাজার টাকা এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ এলাকার ওয়াসু মেসার্স থ্রিপল ফাইভ   ইটভাটাকে এিশ হাজার টাকা জরিমানা করা হয়।


মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেব   বলেন, ইটভাটা স্থাপনের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় অবৈবভাবে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর ৪,৫,৬,১৪ ধারায় ০৩ টি ইটভাটার মালিককে দুই লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা।