প্রকাশ: ৭ নভেম্বর ২০২২, ১:৩২
নেশাগ্রস্ত অবস্থায় যৌনতা করতে গিয়ে বিপাকে দম্পতি। যৌনাঙ্গ জখম হল পুরুষসঙ্গীর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। সম্পর্কে তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে উত্তেজনায় হুঁশ হারিয়ে ফেলে বিপাকে এক দম্পতি। ওই দম্পতি এতটাই উত্তেজিত হয়েছিলেন, যে প্রেমিক চাপ অনুভব করতে শুরু করেন।
তিনি অনলাইনে ভায়াগ্রা অর্ডার করেছিলেন। সেই সঙ্গে বেশ কয়েক মদের বোতলও পান করেন। কিন্তু সেক্সের সময়ে প্রেমিকের রক্তপাত হতে শুরু করে। পরে জানা যায়, ওই যুবকের গোপনাঙ্গ ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে অ্যাম্বুল্যান্স ডাকলে প্রেমিককে হাসপাতালে ভর্তি করতে হয়।
ঠিক কী হয়েছিল
ঘটনাটি যুক্তরাজ্যের লিভারপুলের। দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২৫ বছর বয়সী মেকআপ আর্টিস্ট ইসাবেল উলফ এবং তাঁর ৩২ বছরের বয়ফ্রেন্ড রব অ্যান্ড্রু তাঁদের তৃতীয় বার্ষিকী উদযাপনের জন্য বিশেষ প্রস্তুতি নিয়েছিলেন।
এ জন্য তিনি শহর থেকে দূরে একটি সুন্দর জায়গায় একটি রুম বুক করেছিলেন। তাঁদের বার্ষিকীকে বিশেষ করে তুলতে দম্পতি অনেক অ্যাডভেঞ্চার আইটেমও সঙ্গে নিয়ে এনেছিল।
দম্পতি জানায়, কিছুক্ষণের মধ্যেই তাঁরা দুজনেই তিনটি শ্যাম্পেনের বোতল খালি করে দেন। এর পরে দম্পতি বুঝতে পারেননি যে দুজনেই খুব নেশাগ্রস্থ হয়ে গিয়েছিলেন। এই কারণে রোমান্টিক মুহূর্তেই দুর্ঘটনাটি ঘটে। বান্ধবী অবিলম্বে অ্যাম্বুলেন্সে ফোন করে।
প্রেমিককে হাসপাতালে নিয়ে পরীক্ষা করা হলে চিকিৎসকরা জানান, তাঁর গোপনাঙ্গ ভেঙে গেছে। কয়েকদিন চিকিৎসার পর সুস্থ হতে শুরু করেন প্রেমিক।
বিপাকে যুবক
যৌনতার সময় গোপনাঙ্গ ভেঙে যাওয়ার ঘটনা সারা বিশ্ব থেকে বেশ কয়েকবার হয়েছে। গত বছর ব্রিটেনে বসবাসকারী এক ব্যক্তির এমন দুর্ঘটনার শিকার হন।
৪০ বছর বয়সী ওই ব্যক্তির গোপনাঙ্গ উল্লম্বভাবে ভেঙে যায়। ঘটনাটি ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত হয়েছে।