উপজেলা পরিষদ নির্বাচনে দেবীদ্বারে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

নিজস্ব প্রতিবেদক
শফিউল আলম রাজীব, উপজেলা প্রতিনিধি - দেবীদ্বার, কুমিল্লা
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২রা মে ২০২৪ ০৯:৫৩ অপরাহ্ন
উপজেলা পরিষদ নির্বাচনে দেবীদ্বারে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত কুমিল্লার দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান পদে ৫জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জনসহ মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।


চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের স্ত্রী শাহিদা আক্তার, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের স্বতন্ত্র সংসদ সদদস্য মোঃ আবুল কালাম আজারে ছোট ভাই ও জেলা যুবলীগ নেতা মোঃ মামুনুর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ লুৎফুর রহমান বাবুল, এলাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান ভূইয়া, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী মাস্টারের মেয়ে খাদিজা বিনতে রোশন।


ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন- ব্যবসায়ী মোঃ সোলাইমান কবির খান, সাংবাদিক এটিএম সাইফুল ইসলাম মাসুম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোসলে উদ্দিন মানিক, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যানের ছেলে সাবেক জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আল কাইয়ুম।


মহিলা ভাইস চেয়ারম্যান পদে- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট নাজমা বেগম, উপজেলা মহিলা শ্রমিক লীগের সভাপতি শাহিনুর বেগম ও কুমিল্লা উত্তর জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক সাহিদা ইসলাম ডলি।


উল্লেখ্য, অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করলেও আবেদন সম্পন্ন করতে পারেননি ভাইস চেয়ারম্যান পদে এডভোকেট মো. মাজহারুল হক, আবুল বাশার মো. ইয়াহিয়া সরকার, মহিলা ভাইসচেয়ারম্যান পদে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর মহিলা দলের সভাপতি সুফিয়া বেগম।