মাদারীপুরের কালকিনি থেকে আজম শিকদার (৩০) নামে এক এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দক্ষিণ সাহেবরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার ইচাহাক শিকদারের ছেলে।
শুক্রবার দুপুরে একটি প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, সম্প্রতি আজম স্থানীয় এক ব্যক্তিকে কুপিয়ে গুরতর জখম করে। পরে তার বিরুদ্ধে কালকিনি থানায় একটি হত্যার চেষ্টা মামলা হয়। এরপর থেকেই পলাতক ছিলেন আজম। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের মাধ্যমে র্যাব জানতে পারে আজম তাঁর নিজ বাড়িতে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে আজমকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘কালকিনি থানায় গত ৫ সেপ্টম্বর তার বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা হয়। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার অপরাধের কথা স্বীকার করেছেন। তাকে কালকিনি থানায় হস্তান্তর করা হয়েছে।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।