প্রকাশ: ২৭ আগস্ট ২০২৫, ১৯:২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়া অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি) এবং এটি বৃহস্পতিবার প্রকাশ করা হবে বলে নিশ্চিত করা হয়েছে। বুধবার ইসি সূত্রে জানা যায়, এই রোডম্যাপ প্রকাশের মধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।
গত ৩০ জুলাই ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে ইসি। সেখানে ভোটার সংখ্যার সমতা আনতে গিয়ে গাজীপুর জেলার আসন সংখ্যা বাড়িয়ে ছয়টি করা হয় এবং বাগেরহাট জেলার আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার প্রস্তাব রাখা হয়। এই পরিবর্তন নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়।
খসড়া প্রকাশের পর ৮৩টি সংসদীয় আসনের সীমানা নিয়ে মোট ১ হাজার ৭৬০টি দাবি ও আপত্তির আবেদন ইসিতে জমা পড়ে। আবেদনকারীদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, প্রার্থী এবং সাধারণ ভোটাররাও ছিলেন। এই বিপুল পরিমাণ আপত্তি বিবেচনা করে কমিশন পর্যায়ক্রমে শুনানি শুরু করে।
২৪ আগস্ট থেকে শুরু হওয়া শুনানি বুধবার শেষ হয়েছে। এ সময় নির্বাচন কমিশন প্রত্যেকটি দাবি-আপত্তি শুনে সীমানা চূড়ান্ত করার কাজ সম্পন্ন করে। কমিশন জানিয়েছে, কোনো এলাকার সীমানা পরিবর্তন হলে তা নতুন গেজেটে প্রকাশ করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত গেজেট প্রকাশের পরই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ কার্যকর হবে। এরপর নির্বাচনের সময়সূচি ঘোষণার প্রস্তুতিও শুরু হবে।
রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমানা পুনর্নির্ধারণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে। তাদের মতে, ভোটার সংখ্যার সঠিক বণ্টন একটি সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত। তবে কিছু আসনে সীমানা পরিবর্তন নিয়ে আপত্তি অব্যাহত রয়েছে।
ইসির একজন কর্মকর্তা জানান, দাবি-আপত্তি নিষ্পত্তির পর সীমানা নিয়ে আর কোনো পরিবর্তনের সুযোগ থাকবে না। সবকিছু চূড়ান্ত করে বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হবে।
এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রোডম্যাপ প্রকাশের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ আরও গতি পাবে এবং দলগুলো প্রার্থীদের নিয়ে মাঠপর্যায়ে প্রস্তুতি জোরদার করবে।