প্রকাশ: ২১ জানুয়ারি ২০১৯, ১:৩৬
রাঙ্গুনিয়ায় প্রতিপক্ষের হামলায় ভ্যানচালক সহ একই পরিবারের তিন সদস্য গুরুতর আহত হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ড ব্রহ্মোত্তর গ্রামের খালীপাড়ায় এই ঘটনা ঘটে। আহতরা হলেন এই এলাকার ভ্যানচালক শামসুল আলম (৫৫), তার স্ত্রী মনোয়ারা বেগম (৪৮) ও মেয়ে জেসমিন আক্তার (১৯)। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন হামলার স্বীকার সামশুল আলমের ছোট ভাই আবদুল হামিদ।
রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিকেল কর্মকর্তা ডা. রবিউল হোসেন বলেন, ‘আহতদের মধ্যে স্ত্রীর অবস্থা আশংকাজনক। তার মাথায় গুরুতর যখমের কারণে একাধিক সেলাই করা হয়েছে। এছাড়াও মফিজ ও তার মেয়ে জেসমিনের হাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।’ঘটনার সত্যত নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান রহিম উদ্দিন চৌধুরী বলেন, ‘তাদের দুইপক্ষের জায়গা সংক্রান্ত বিরোধ নিয়ে বেশ কয়েকবার সালিশী বৈঠকে সমাধান করা হয়েছিল। কিন্তু হামলাকারী প্রতিবারই বৈঠকের সিদ্ধান্ত না মেনে বিরোধে জড়িয়ে পড়ে। রবিবারও তারা সামান্য কথায় হামলা চালিয়ে একই পরিবারের ভ্যানচালক সহ তার স্ত্রী-কন্যাকে আহত করেছে।’ হামলার বিষয়ে আহত ভ্যানচালক সামশুল আলমের ছোট ভাই আবদুল হামিদ বলেন, ‘হামলাকারীরা হামলার পর ঘরে প্রবেশ করে তাঁর ছেলের বিদেশ যাওয়ার জন্য রাখা দেড় লক্ষাধিক টাকা নিয়ে যায়। আমরা হামলার বিষয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’হামলার বিষয়ে রাঙ্গুনিয়া থানার ওসি ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঞা বলেন, ‘ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখনো পর্যন্ত কোন প্রকার অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
ইনিউজ ৭১/টি.টি. রাকিব