মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ নিপাত যাক এ প্রতিপাদ্য সামনে রেখে আশুলিয়ায় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আশুলিয়া স্কুল এন্ড কলেজ মাঠে কমিনিউটি পুলিশিং আশুলিয়া থানার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।প্রধান অতিথী হিসাবে প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা মোঃ সালমান এফ রহমানের উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ শাহ মিজান শাফিউর রহমান। এসময় প্রধান অতিথী বলেন, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দূর্ণীতি মুক্ত বাংলাদেশ গড়তে তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শ্রমিক অধ্যুষিত শিল্পাঞ্চলের শ্রমিকদের এ বিষয়ে সহযোগীতা কামনা করেন তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান, বিজিএমইএ’র সভাপতি সিদ্দিকুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি আব্দুল্লাহ আল মামুন।
আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ঢাকা জেলা মোঃ সাইদুর রহমান, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রেজাউল হক দিপু, কাশেমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আকবর হোসেন, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ, এছাড়াও ঢাকা জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন, আশুলিয়া প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোজাফফর হোসেন জয় ও আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসন সরকার, আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সকল শ্রেনী পেশার নেতৃবর্গ উপস্থিত ছিলেন।অন্যদিকে সমাবেশকে সফল করতে ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ নূরুল আমীন সরকারের নেতৃত্বে কয়েক শতাধিক নেতা কর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য মোটরবাইক শোভাযাত্রার আয়োজন করা হয়। মটরবাইক শোভাযাত্রাটি সরকার মার্কেট এলাকা থেকে শুরু করে নরসিংহপুর, নিশ্চিন্তপুর, জিরাবো এলাকা প্রদক্ষিণ করে সকল নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দেয়।রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে সমাবেশ সমাপ্ত হয় ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।