প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩১
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষিত তারিখেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (১৬ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানা কথা বলছে। তবে প্রধান উপদেষ্টা যে তারিখ ঘোষণা করেছেন, সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি দৃঢ়ভাবে
জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বাধীনতা অর্জনে শেখ মুজিবুর রহমানের ভূমিকা স্বীকার করলেও তাকে জাতির পিতা বলতে রাজি নন। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই অবস্থান তুলে ধরেন, যা রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, শেখ মুজিবুর রহমান জাতির পিতা নন। স্বাধীনতা অর্জনে তার অবদান ও ত্যাগ স্বীকার করলেও স্বাধীনতা-পরবর্তী সময়ে সংঘটিত নানা জাতীয় বিপর্যয়ের
দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে সকলকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৫ আগস্ট) শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা দেশের সনাতন ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সম্প্রীতির বন্ধনকে অটুট রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সবাইকে সমান মর্যাদা ও পারস্পরিক
ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণ পরিবর্তন হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, “প্রধান উপদেষ্টা যেটা বলেছেন, সেই অনুযায়ী নির্বাচন হবে। এমন কোনো শক্তি নেই যে নির্বাচনের তারিখ পরিবর্তন বা বিলম্ব করতে পারে।” শুক্রবার (১৫ আগস্ট) মাগুরায় জুমার নামাজের পর শহীদ রাব্বি ও শহীদ আল আমিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফিকুল আলম এ মন্তব্য করেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শেখ হাসিনার পতনের পর এটি হবে দেশের প্রথম নির্বাচন, যা গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে। বুধবার সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম সিএনএকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, যদি নির্বাচন