নটর ডেম কলেজের ছাত্রের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বুধবার ৬ই ফেব্রুয়ারি ২০১৯ ০২:১৪ অপরাহ্ন
নটর ডেম কলেজের ছাত্রের আত্মহত্যা

রাজধানীর টিকাটুলিতে একটি বাসায় লতিফুল হাবীব শুভ (১৮) নামে নটর ডেম কলেজের এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুভ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার প্রশন্নপুর গ্রামের কাজী আশরাফুল হকের ছেলে। তিনি রাজধানীর টিকাটুলীর অভয় দাস লেনের ১১/৩ নম্বর বাসার ৭ম তলায় বড় বোন কাজী ফাতেমা তুজ-জোহরা ওরফে আশার সঙ্গে ভাড়া থাকতেন। ওয়ারী থানার এসআই তামান্না আক্তারি বলেন, মতিঝিলের নটর ডেম কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল শুভর।

মঙ্গলবার দুপুরে ভাইবোন বাসায় ছিলেন। হঠাৎ শুভ নিজের কক্ষের দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পর বোন আশা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ পাননি। পরে বেলা সাড়ে ৩টার দিকে কয়েকজন দরজা ভেঙে দেখতে পান- ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে শুভ ঝুলছে। এ সময় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে বিকাল ৫টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত ছাড়াই তার পরিবার লাশ বাড়ি নিয়ে যাওয়ার আবেদন করেছে। কেন আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

ইনিউজ ৭১/এম.আর