ব্রাহ্মণবাড়িয়ায় প্রেস ইনস্টিটিউটের উদ্যোগে প্রেসক্লাবের সহযোগিতায় সাংবাদিকদের তিনদিনের অনুসন্ধান মূলক রিপোটি প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।
প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন পিআইবির প্রশিক্ষক জুলফিকার আলী মানিক,পিআইবির সহকারী প্রশিক্ষক কর্মশালার সমন্বয়কারী তানিয়া পারভিন,প্রেসক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।পরে প্রধান অতিথি ৩৫ জন সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।