দেশে আরো ৪২টি টিভি চ্যানেল আসার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩২টি টিভি চ্যানেল সম্প্রচারে রয়েছে। আগামীতে আরো ৪২টি টিভি চ্যানেল আসার অপেক্ষায় রয়েছে।
এ সময় বিনা অপরাধে দুদকের মামলায় জাহালমের শাস্তি পাওয়া নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। জাহালমকে অভিযুক্ত করতে যে তদন্ত কমিটি ভূমিকা রেখেছে কর্তৃপক্ষ তাদের শাস্তি নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করেন তথ্যমন্ত্রী।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।