জমি সংক্রান্ত বিরোধে চাচা-ভাতিজা গ্রুপের সংঘর্ষ আহত ১২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৭ই ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৫০ অপরাহ্ন
জমি সংক্রান্ত বিরোধে চাচা-ভাতিজা গ্রুপের সংঘর্ষ আহত ১২

পিরোজপুরের ইন্দুরকানীতে চাচার দখল করা জমি ভাতিজা উদ্ধার করতে গেলে দুই গ্রæপের  পাল্টা পাল্টি হামলায় মহিলা সহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজারে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতাল ও মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।স্থানীয় সূত্রে  আর জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজারে মুক্তিযোদ্ধা মোতালেব চৌকিদারের দখলকৃত জমি অপর পক্ষ ভাতিজা লতিফ চৌকিদার নিজ কবলা জমি দাবি করে দখল করে ঘর তুলতে যায়। এসময় মুক্তিযোদ্ধা মোতালেব চৌকিদার তার লোকজন নিয়ে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। উভয় পক্ষের সংঘর্ষে মোতালেব চৌকিদার গ্রুপের মোতালেব চৌকিদার, তার মেয়ে শিউলি বেগম (৩৫), নাজমুল (৪৫), ভাই ইসমাইল চৌকিদার (৬৫), হিরু, হেপি বেগম, জালাল চৌকিদার, ইয়াছিন, মেহেদী হাসান, সখিনা বেগম আহত হয়। এসময় প্রতিপক্ষ লতিফ চৌকিদার গ্রুপের আবুল হোসেন, ইয়াছিন, মোনাফসের, আলোমতি ও হান্নান আহত হয়। এসময় একটি খড়ের গাদায় আগুন দেয়ার ঘটনা ঘটে।

তবে আগুন দেয়ার ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে আগুন দেয়ার ঘটনায় দায়ী করে। পরে গুরুতর আহত ১২ জনকে উদ্ধার করে পিরোজপুর সদর  হাসপাতালে ও মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন এবং লতিফ চৌকিদার গ্রুপের ইয়াছিন, মোনাফসের ও হান্নান কে আটক করেন।সরজমিনে গেল স্থানিয় লোকজন জানান এইজমির প্রকৃত মালিক লতিফ চৌকিদার, মামলা করে আদালত থেকে তিন বার তার পক্ষে রায় পেয়েছে কিন্তু মোতালেব চৌকিদার  বিভিন্ন কৌশলে প্রভাব খাটিয়ে  এই জমি দখল  করে রেখছে  মোতালেব একজন খারাপ প্রকৃতির লোক ও প্রচন্ড মামলাবাজ।


মুক্তিযোদ্ধা মোতালেব চৌকিদার জানান, আমার দখলীয় পৈত্রিক সম্পত্তি প্রতিপক্ষ লতিফ চৌকিদার গ্রুপের অর্ধশতাধিক লোক নিয়ে দখল করতে এলে আমরা বাধা দিলে আমাদের উপর হামলা চালায়। তাদের হামলায় আমি সহ ১০ জন আহত হয়।
অপরদিকে প্রতিপক্ষ লতিফ চৌকিদার জানান, মোতালেব চৌকিদার এলাকার একজন চিন্হিত মামলাবাজ এবং ভূমিদস্যু হিসেবে পরিচিত। তিনি প্রায় বছর খানেক আগে অবৈধ ভাবে ভাড়াটিয়া লোকজন নিয়ে আমাদের কবলা সম্পত্তি জবর দখল করে নেয়। পরে পিরোজপুর পৌর মেয়র সহ উপজেলা আ.লীগ নেতাদের ছবি দিয়ে ঐ জমিতে ওয়ার্ড যুবলীগের দলীয় সাইনবোর্ড ঝুলিয়ে রাখে। যাতে ঐ জমিতে আমরা নাযেতে পারি। কিন্তু আমরা ওই জমিতে বৃহস্পতিবার ঘর তুলতে গেলে মোতালেব তার লোকজন নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে ৬ থেকে ৭ জনকে আহত করে।ইন্দুরকানী থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, বিরোধীয় জমিতে ঘর তুলতে গেলে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। আহতদের পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে খড়ের গাদায় আগুন দেয়ার বিষয়টি পরিকল্পিত। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।