সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কথা বলা হলেও বাস্তবে তেমনটি দেখা যায় না। উল্টো যারা সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কথা বলছেন তাদের হাতেই কখনো কখনো আক্রান্ত হচ্ছেন সাংবাদিকরা।এমন একটি ঘটনা ঘটেছে ভারতের ছত্তিসগড়ে। গত শনিবার ভারতের রায়পুরের জেলার বিজেপির সভাপতি রাজীব আগরওয়াল এক সাংবাদিকের উপর সদলবলে হামলা চালান। এরই প্রতিবাদে হেলমেট পরে বিজেপি নেতাদের সাক্ষাৎকার নিচ্ছেন রায়পুরের সাংবাদিকরা।রায়পুরে বিজেপি নেতাদের অনুষ্ঠানে এখন অধিকাংশ সাংবাদিকই যাচ্ছেন হেলমেট পরে। তাদের দাবি, নিজেদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।
ভারতের সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৈঠক চলাকালীন নিজেদের মধ্য বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ছত্তিসগড়ের বিজেপি নেতারা। সেসময় নিজের মোবাইল বের করে সেই দৃশ্য রেকর্ড করছিলেন এক সাংবাদিক। বিজেপি নেতারা সেটা দেখতে পেয়ে, ওই সাংবাদিকের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং মারধর শুরু করে।ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল দোষীদের শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তায় আইন আনার ব্যাপারটি নিয়ে পদক্ষেপ শুরু করেছেন বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।