মাদারীপুর জেলার কালকিনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোফাজ্জেল হোসেন বাংলাদেশ পুলিশ বাহিনীর সব্বোর্চ আইজিপি ব্যাজ পদক প্রাপ্ত হয়েছেন। কালকিনি থানার বিভিন্ন এলাকায় অপরাধ মুলক কাজ থেকে জনসাধারনের মাঝে সচেতনতা বৃদ্ধিতেও রয়েছে অবদান। অপহরন, ধর্ষন, গন ধর্ষন, সহ সকল মামলার মুল রহস্য উদঘাটন সহ ঘটনার সাথে প্রকৃত জড়িত মুল আসামীদের গ্রেফতার সহ আইন শৃংখলা রক্ষায় বিশেষ ভৃমিকা রাখায়,পুলিশ সপ্তাহ ২০১৯ উপলক্ষে কৃতৃত্বপুর্ন কাজের স্বীকৃতি সরুপ বাংলাদেশ পুলিশের আইজিপি মহোদয় কতৃক প্রদত্ত আইজিপি ব্যাজ অর্জন করেন কালকিনি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোফাজ্জেল হোসেন। বাংলাদেশ পুলিশ বাহিনীর সব্বোর্চ আইজিপি ব্যাজ অর্জন করায়,
গত কাল সন্ধ্যায় কালিকিনি থানার (ওসি) তদন্ত মোঃ হারুন অর রশিদ, এসআই মোঃ ওয়াদুদ মিয়া, এসআই সঞ্জয় ঘোষ, এসআই সঞ্জয় কুমার সাহা,এসআই জসিম উদ্দিন, এসআই আলামিন শেখ, এসআই বাবুল বসু,এসআই অমল কুমার রায়, এসআই রবিউল, এসআই বিষুপদ হিরা এসআই আশিকুজ্জামান, পিএসআই মুরাদ উদ্দিন,এএসআই গোলাপ চান, এএসআই রাজ কুমার, এএসআই লব কুমার, এএসআই শওকত হোসেন ও এএসআই (মহিলা) পুতুল সেন সহ সকল সদস্যবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানায়। এ ব্যাপারে কালকিনি থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, আমার এই সম্মানের অবদান, আমার থানার দক্ষ অফিসারদের কারনে। তাই সকল অফিসার ও ফোর্সদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।