১৩ দোকান পুড়ে ছাই চট্টগ্রামে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ৮ই ফেব্রুয়ারি ২০১৯ ১১:২০ পূর্বাহ্ন
১৩ দোকান পুড়ে ছাই চট্টগ্রামে

চট্টগ্রামের মিরসরাইয়ে আগুনে ১৩ দোকান পুড়ে ছাই হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে মিরসরাইয়ে কলেজবাজার সড়কের কাঁচাবাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।মিরসরাই ফায়ার স্টেশনের পরিদর্শক রবিউল আজম জানান, রাতে মিরসরাইয়ে কলেজবাজার সড়কের কাঁচাবাজারে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। আগুনে ওষুধের দোকান, কনফেকশনারি, মুদি, কীটনাশক, জুতা ও লন্ড্রিসহ ১৩টি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে মিরসরাই, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর ভোর সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।