প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৩
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার “প্রধানমন্ত্রী ফেলোশিপ ২০১৯” ঘোষণা করেছে যার আওতায় সরকার থেকে মাস্টার্সের জন্য ৬০ লাখ টাকা ও পিএইচডির জন্য ২ কোটি টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভরনেন্স ইনোভেশন ইউনিটের “টেকশই উন্নয়ন অভীষ্ট অর্জনে জনপ্রশাসনের দক্ষতা বৃদ্ধিকরণ” প্রকল্পের উচ্চতর শিক্ষায় (মাস্টার্স এবং পিএইচডি) “প্রধানমন্ত্রী ফেলোশিপ” প্রদানের লক্ষ্যে বাংলাদেশের নাগরিকগণের নিকট থেকে আবেদন পত্র আহবান করা যাচ্ছে।
সুযোগ সুবিধাসমূহ
আবেদনের যোগ্যতা
যেসকল স্থানের প্রার্থীদের জন্য প্রযোজ্য
আবেদন পদ্ধতি
Microsoft Word এবং PDF, দুই ফর্মেটেই পাঠাতে হবে।
আবেদন করুন এখানে।
ইনিউজ ৭১/এম.আর