প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ২০:৩৪
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইউসুফের নেতৃত্বে রবিবার (১৮ আগস্ট) একটি বিশেষ অভিযান পরিচালনা করে সরকারি জমি উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় সিন্দুরখান ইউনিয়নের জাম্বুরাছড়া মৌজার ১ নং খাস খতিয়ানের ৫.৫৩ একর জমি এবং আশিদ্রোন ইউনিয়নের আশিদ্রোন মৌজার ১ নং খাস খতিয়ানের পতিত শ্রেণির ০.৫২০০ একর জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই জমির আনুমানিক মূল্য ২ কোটি ৪৬ লাখ টাকা।