শরীয়তপুরে প্রশাসনের উপর জেলেদের হামলা

নিজস্ব প্রতিবেদক
মেহেদী হাসান, জেলা প্রতিনিধি ভেদরগঞ্জ (শরিয়তপুর)
প্রকাশিত: বুধবার ১৬ই অক্টোবর ২০১৯ ০২:৫৮ অপরাহ্ন
শরীয়তপুরে প্রশাসনের উপর জেলেদের হামলা

শরীয়তপুরের পদ্মা নদীতে মা ইলিশ রক্ষায় উপজেলা প্রশাসন,মৎস্য বিভাগ ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার বিকালে জাজিরায় অভিযানের সময় প্রশাসনের উপর হামলা চালায় জেলেরা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রাউন ফাঁকা গুলি ছোড়ে। নড়িয়া উপজেলায়ও প্রশাসনের উপর হামলার চেস্টা করে জেলেরা। শরীয়তপুরের জাজিরা উপজেলায় ৮৮ ,নড়িয়া উপজেলায় ৬৯, ভেদরগঞ্জ উপজেলার সখীপুরে ২০ ও গোসাইরহাট উপজেলায় ১১ জেলেকে আটক করা হয়েছ। এর মধ্যে ১৪৮ জনকে ১ বছর করে সাজা ও ২৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার সারা দিন অভিযান শেষে সন্ধ্যা রাতে  জাজিরা উপজেলা নির্বাহী অফিসার শহীদুল ইসলাম, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বীর আহম্মেদ ও গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হোসাইন এ রায় দেন। এ সময় প্রায় ৩ লাখ মিটার কারেন্ট জাল ও ৫টি ট্রলার ও ২৮শ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। মাছ মাদ্রাসা ও গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

ইনিউজ ৭১/এম.আর