কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৩১শে মার্চ ২০২০ ০২:৫৮ অপরাহ্ন
কাউখালী প্রেসক্লাবের উদ্যোগে অসহায় মানুষের বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ

পিরোজপুরের কাউখালীতে চলমান ভাইরাস প্রতিরোধে ঘরবন্দী অসহায় মানুষের বাড়িতে গিয়ে খাদ্য সহায়তা দিচ্ছেন কাউখালী প্রেসক্লাবের সাংবাদিকরা। আজ মঙ্গলবার সাংবাদিকরা দিনব্যাপী উপজেলার দক্ষিণ বাজার, উজিয়ালখান, আসপদ্দি, কচুয়াকাঠী, কাঠালিয়া, ডুমজুরী, চিরাপাড়া, বদরপুর, রঘুনাথপুরসহ বিভিন্ন গ্রামে খেটে খাওয়া দিনমজুর অসহায় ঘরবন্দী মানুষের বাড়ি বাড়ি চাল, ডাল, আলু ও সাবানসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী  বিতরণ করেন ।

এসময় কাউখালী প্রসক্লাব সভাপতি মো. তারিকুল ইসলাম পান্নু, সাধারণ সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ, সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন। কাউখালী প্রেসক্লাবের নেতারা জানান, করোনা মোকাবেলা পর্যন্ত কাউখালী প্রেস ক্লাব  বিপন্ন মানুষের পাশে সহায়তা করবে।  

ইনিউজ ৭১/ জি.হা